ভারতের পশ্চিমবঙ্গের রেল দফতরে ভয়াবহ আগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর এক জন রয়েছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে
৮ মার্চ সোমবার সন্ধ্যা ৭টার দিকে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম সংলগ্ন স্ট্যান্ড রোডের একটি বহুতল ভবনের ১৩ তলায় আগুন লাগে। ভবনটি ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দফতর বলে জানা গেছে।
এদিকে নিহতদের জন্যে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দেয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ৭টায় কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম সংলগ্ন ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দফতরের বহুতল ভবনের ১৩ তলায় আগুন লাগে। আগুন নেভাতে ১৪টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
রাতে ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রেলের ভবনটি অনেক পুরনো। ভয়াবহ দুর্ঘটনা। আগুন নেভাতে আসা সাতজনের দেহ (তখনও অবধি) পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও দুজনের খোঁজ চলছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। তাঁরা (মৃতরা) লিফটে করে উঠতে গিয়েছিলেন। সেখানেই আগুন বিদ্যুতের ঝলকের মতো পুড়িয়ে দিয়েছে। খুবই দুঃখজনক। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ছাড়াও পরিবারের এক জনকে সরকারি চাকরি দেয়া হবে। সকলেই খুব লড়াই করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
পশ্চিমবঙ্গের এ মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রেলের ভবনে আগুন হলেও রেল মন্ত্রণালয় থেকে কেউ আসেননি। কেউ কোনো কথা বলেননি। এমন কি পুলিশও কোনো সহযোগিতা করেননি।
দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, তিনি রাতে দমকল ও পুলিশ অফিসারদের সঙ্গে ১৩ তলায় উঠে নিজে মৃতদেহ দেখে এসেছেন। তাঁর কথায়, লিফটে উঠে ১৩ তলায় পৌঁছে লিফটের দরজা খোলার পরে আগুনে ঝলসে প্রায় পুড়ে যান তাঁরা। আমরা উপরে উঠে দেখি, লিফটের মধ্যেই পাঁচজনের দেহ পড়ে রয়েছে। বাইরে পড়েছিল আরও দুজনের দেহ। পোশাক দেখে বোঝা গিয়েছে, তাঁদের মধ্যে চার জন দমকলকর্মী।
এ ছাড়াও একজন আরপিএফ এবং একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই। একজন ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি। রেলের দুই কর্মী আহত হয়ে শিয়ালদহে বিআর সিংহ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন : সৌদি আরবে সোফা কারখানার আগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত
ভয়েস টিভি/এমএইচ